শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্য২৯তম স্রেব্রেনিৎসা গণহত্যা দিবসউপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের স্মরণসভা

২৯তম স্রেব্রেনিৎসা গণহত্যা দিবসউপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের স্মরণসভা


বসিনয়ার স্রেব্রেনিৎসা গণহত্যার ২৯ বছর পূর্তি উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । কুটনীতিক ও কমিউনিটির বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত স্মরণসভায় ইউরোপীয় ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টি নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় “এ ধরনের হত্যাকাণ্ড আবার কখনোই যেন না ঘটে”- কথাটিই বারবার প্রতিধ্বনিত হয় । বক্তারা সাম্প্রতিক সময়ে গাজায় প্রায় ৩৮ হাজার মানুষ হত্যাকে বসনিয়ার গণহত্যার সাথে তুলনা করেন।
১০ জুলাই বুধবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের প্রথমতলায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় এতে অতিথি হিসেব বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বসনিয়ান রাষ্ট্রদূত ওসমান টপকাগিচ ও ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের ট্রাস্টি ড. আবদুল্লাহ ফালিক। অনুষ্ঠানে বসনিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সেহিজা দেদোভিচ । শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক।
স্মরণসভায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের প্রাক্তণ চেয়ারম্যান ড. আব্দুল বার

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত