সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
No menu items!
Call for ad
Homeবাংলাদেশ২৯ অক্টোবর আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৯ অক্টোবর আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবরের পরিবর্তে আগামী ২৯ অক্টোবর ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ অক্টোবর ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।তিনি বলেন, আগারগাঁও-মতিঝিল সেকশন চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলের পূর্ণাঙ্গ সেবা পাবেন।দ্রুতগতির এই ট্রেন কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। যানজট কমাবে’-উল্লেখ করে সচিব বলেন, ‘এই ট্রেনে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। এখন বাস বা প্রাইভেটকারে যেতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে।এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন ঘোষণা করেন।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এর আগে বলেন, মেট্রোরেলের মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রে জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। আরামদায়ক ভাবে কম সময়ে বেশি যাত্রী পরিবহন করতে পারবে এই মেট্রোরেল।প্রতিটি ট্রেন ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কম থাকবে।২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার রাজধানীর ওপর চাপ কমাতে নানা উদ্যোগ গ্রহণ করে । যানজট নিরসনে রাজধানীজুড়ে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত