আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি এক ঘণ্টা পিছিয়ে সকাল ৯টা শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়।আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকার প্রধান।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অফিস টাইম হবে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত।গত ২২ আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এবার সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে মন্ত্রিসভা। একই সঙ্গে ব্যাংকের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
১৫ নভেম্বর থেকে অফিস ৯টা থেকে ৪টা
0
155
Previous article
এইরকম আরও