শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeসিলেটহাছন-করিমের জেলার যে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ

হাছন-করিমের জেলার যে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ

হাছন রাজা এবং বাউল করিমের নামে যে জনপদের নাম বিশ্বজুড়ে আলোচিত, সেই সুনামগঞ্জের একটি গ্রামে গান-বাজনা নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। জেলার তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে বিয়ে-জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে রাতের বেলায় গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রামে কেউ গান-বাজনা করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলেও সিদ্ধান্ত হয়।

গত শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে গ্রামের জনসাধারণ মাতব্বরদের নিয়ে এই নিয়ম চালু করেন।

জানা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উচ্চ সাউন্ডে গান-বাজনা করার কারণে গ্রামের রোগী, বৃদ্ধ ও শিশুদের সমস্যা হয়। বিষয়টি নিয়ে ঐক্যবদ্ধ হয় গ্রামের হিন্দু-মুসলিমরা। এরপরই সবার সুবিধার্থে আসে এই সিদ্ধান্ত।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল হক জানান, আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু-মুসলিম দুই ধর্মের লোক বাস করে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে গ্রামের মানুষ অনুষ্ঠান পালন করে। এতে হার্টের রোগী, বৃদ্ধ ও শিশুদের অনেক কষ্ট হয়। গ্রামের মাতব্বরদের নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠানে গান বাজনা নিষিদ্ধ করা সিদ্ধান্ত হয়। কেউ যদি তা না মানেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী জানান, উচ্চ শব্দে গান বাজনা করলে অনেকেরই সমস্যা হয়। চিকসা গ্রামের মাতব্বররা গান-বাজনা নিষিদ্ধ করেছেন। তার মতে এটি একটি সুন্দর উদ্যোগ। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বলেও জানান তিনি।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত