ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেকশিয়ানকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। অভিনন্দনবার্তায় তিনি প্রেসিডেন্ট রায়িসির পথে চলা অব্যাহত রাখার এবং দেশের বিপুল সামর্থ্যগুলো কাজে লাগানোর পরামর্শ দেন। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী হৃদ্রোগবিষয়ক শল্যবিদ। ইরানের সংস্কারবাদী আইনপ্রণেতাদের একজন এই মধ্যপন্থী রাজনীতিবিদ। প্রতিদ্বন্দ্বী সাঈদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলি পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯ ভোট।
আয়াতুল্লাহ খামেনি বিপ্লবী যুব সমাজ ও বিশ্বাসী জনশক্তিকে এক্ষেত্রে নিয়োগের আহ্বান জানান যাতে জনকল্যাণ ও দেশের অগ্রগতির পথ সুগম হয়।
আগামী বছরের জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। তবে গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হয়।
এরপরই আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। খামেনি বলেছেন, প্রেসিডেন্টকে হারানোর বড় বিপর্যয়ের পর খুব স্বল্প আইনি সময়ের মেয়াদের মধ্যে ইরানি জাতি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে সফল হয়েছে । তিনি বলেন, ইরানি জাতি এখন তার প্রেসিডেন্ট নির্বাচন করেছে। আমি জাতিকে অভিনন্দন জানাচ্ছি এবং নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত সবাইকে।