লন্ডন : লিভারপুলের সাউথপোর্টে একটি চিলন্ড্রেন্স ড্যান্স ও ইয়োগা ওয়ার্কশপে ছুরিকাঘাতে ২ জন শিশু নিহত এবং ২ প্রাপ্তবয়স্কসহ ৯ শিশু আহত হয়েছে। এর মধ্যে ছুরিকাহত ৬ শিশুর অবস্থা গুরুতর। হতাহত শিশুদের মধ্যে ৬জনই মেয়ে। ২৯ জুলাই, সোমবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সাউথপোর্টের হ্যার্ট স্ট্রীটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশসহ ১৩টি এম্বুলেন্স গিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের লিভারপুলের অ্যাল্ডার হাই হাসপাতালসহ তিনটি হাসপাতালে নেওয়া হয়। অ্যাল্ডার হাই হাসপাতালে ৮জনকে চিকিৎসা দেওয়া হয়।এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে প্রায় তিন মাইল দূরের একটি গ্রাম থেকে পুুলিশ ছুরিসহ ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া কিশোর সাউথপোর্টের পাশে ব্যাংকসে বসবাস করলেও মূলত সে কার্ডিফের বাসিন্দা বলে মার্সিসাইড পুলিশ জানিয়েছে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা কোরছে না পুলিশ। এদিকে, ঘটনাটিকে অত্যন্ত ভয়ঙ্কর ও মর্মান্তিক বলে মন্তব্য করে হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আকস্মিক এ ঘটনায় দ্রুত সেবা নিশ্চিত করায় পুলিশ এবং ইমার্জেন্সি সার্ভিসকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে পার্লামেন্টে বিবৃতি দিয়েছেন হোম সেক্রেটারী ইভেট কোপার। তিনিও ভুক্তভোগি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
লিভারপুলে ছুরিকাঘাতে ২ শিশু নিহত : গুরুতর আহত আরো ৬ জন
0
163
Previous article
Next article
এইরকম আরও