লন্ডন : ব্রিটিশ হাউস অব লর্ডস থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হতে পারেন কনজারভেটিভ পার্টির লর্ড সদস্য ব্যারোনেস মেইয়ার। লেডি মেইয়ারের বিরুদ্ধে অভিযোগ, চলতি বছরের (২০২৪ সালে) ফেব্রুয়ারীতে মানবাধিকার বিষয়ক সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে রোয়ান্ডা সঠফরে গিয়ে পার্লামেন্টারী কমিটির সাথে রোয়ান্ডা সফরে গিয়ে ট্যাক্সিতে বসে লিবারেল ডেমোক্র্যাট পার্টির লর্ড সদস্য ন্যাভনিট ধোলাকিয়াকে লর্ড পাপাডাম বলে সম্বোধন করেছিলেন তিনি। একই সময় ট্যাক্সিতে বসে অনুমতি ছাড়া লেবার পার্টির এমপি বেল রিবেরিও এডি’র চুলেও হাত দেন কনজারভেটিভ পার্টির লর্ড সদস্য র্যারোনেস মেইয়ার। এই দুই অভিযোগের তদন্ত শেষে দ্যা লর্ড কন্ডাক্ট কমিটি হাউস অব লর্ডস থেকে তিন সপ্তাহের জন্যে কনজারভেটিভ পার্টির ব্যারোনেসকে বহিস্কারের প্রস্তাব দিয়েছে।
ভারতীয় বংশোদ্ভুত ৮৭ বছর বয়সী লিবডেম লর্ড ধোলাকিয়াকে লর্ড পাপাডাম বলে মন্তব্য করা এবং অনুমতি ছাড়া ক্লাপহ্যাম এবং ব্রিক্সটন হিলের কৃষ্ণাঙ্গ এমপি এডির চুলে হাত দেওয়াকে বর্ণবাদী আচরণের সঙ্গে তুলনা করেছে লর্ডস কন্ডাক্ট কমিটি।
এ ধরনের আচরণের মধ্য দিয়ে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে দ্যা লর্ডস কন্ডাক্ট কমিটি।
তবে ব্যারোনেস মেইয়ার প্রাথমিকভাবে এই অভিযোগ অস্বীকার করেন। তবে দুজন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদানের পর ব্যারোনেস মেইয়ার স্বীকার করেন যে তিনি ক্লান্ত ছিলেন। ভোজন শেষে সম্ভবত তিন গ্লাস ওয়াইন গিলেছেন এ কারণে কিছুটা মাতালও ছিলেন। তবে তার আচরণের জন্যে উভয়ের কাছেই তিনি ক্ষমা চেয়েছেন। ৭১ বছর বয়সী ক্যাথরিন মেইয়ারকে ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে ব্যারোনেস বানিয়েছেন। ক্যাথরিন মেইয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে সাবেক ব্রিটিশ এম্বেসেডর স্যার ক্রিস্টোফার মেইয়ারের স্ত্রী।
এদিকে আচরণ বিধি লঙ্ঘন করে হাউস অব লর্ডসের সিকিউরিটি স্টাফদের বুলিংয়ের অভিযোগে লর্ড এন্ড্রো স্টোনকে ৬ মাসের জন্যে হাউস অব লর্ড থেকে বরখাস্তের প্রস্তাব করেছে দ্যা লর্ডস কন্ডাক্ট কমিটি। জানা গেছে, লর্ড স্টোন ভুলে তার স্যুটকেস ফেলে গিয়েছিলেন হাউস অব লর্ডস এলাকার ভেতরে। নিরাপত্তা কর্মকর্তারা স্যুটকেসটি পাওয়ার পর তাকে কল করলে তিনি বিরক্তি প্রকাশ করে নিরাপত্তাকর্মীকে মোটা (থিক) এবং বোকা (স্টুপিড) বলে মন্তব্য করেন।
২০১৯ সালের পর এ নিয়ে তৃতীয়বার লর্ড স্টোনের বিরুদ্ধে লর্ড সভার আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। লর্ড স্টোন অব ব্ল্যাকহীথ মূলত লেবার পার্টির লর্ড ছিলেন। কিন্তু ২০১৯ সালে চার নারী সহকর্মীকে হয়রানীর অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে লেবার পার্টির লর্ড হুইপ থেকে বরখাস্ত করা হয়। তিনি মার্ক এন্ড স্পেন্সারের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন।