ইউরোনিয়ামের দ্বিতীয় চালান রুপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছিয়েছে। রাজধানী ঢাকা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ফ্রেশ নিউকিয়ার ফুয়েল নিয়ে ৪টি কাভার্ড ভ্যান দেশের ইতিহাসে সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পৌঁছায়।শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে প্রকল্প এলাকায় গাড়ি বহর প্রবেশ করলে প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ানরা বহনকারী গাড়ি বহরকে স্বাগত জানায়।এর আগে সকাল ৭টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে যায় গাড়িগুলো। তখন ৩ স্তরের কড়া পাহাড়া বেষ্টিত বহরটি ৭টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাচঁলিয়ায় যাত্রা বিরতি করে। পাঁচলিয়ায় ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগারে ৪০ মিনিট অবস্থান শেষে আবার রূপপুরের দিকে রওনা দেয় বলে সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর সালেহ আহমেদ জানান।
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
0
72
Previous article
Next article
এইরকম আরও