আফ্রিকার দেশ মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আটলাস পর্বতমালার কাছে এ ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এর স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেস শহর। সেখানে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। এত দীর্ঘ সময় ধরে ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত ঘরের বাইরে আসেন। এর ১৯ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প (আফটারশক) হয়। আতঙ্কে বেশিরভাগ মানুষ রাতে আর নিজেদের ঘরে ফেরেননি।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো,নিহত ২৯৬
0
37
Previous article
Next article
এইরকম আরও