নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে।
বুধবার (৩০ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা কালে অবৈধ ভাবে মজুদ ও বিক্রির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা।
সে সময় ফেঞ্চুগঞ্জ বাজারের সততা স্টোরের গোদাম থেকে টিসিবির ১৭ কার্টুন সোয়াবিন তেল উদ্ধার করে দোকান মালিক শেখ ফরহাদ হোসেন ও তার ছেলে শেখ ফাহিমকে আটক করা হয়।
জানা যায়- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে জানতে পারেন ফেঞ্চুগঞ্জ বাজারের সততা স্টোর থেকে ক্রয় করা কিছু সোয়াবিন তেলের বোতলের লেভেলে টিসিবি লেখা অংশটুকু কেটে বাজারে বিক্রি করা হয়েছে। তাৎক্ষনিক ঘটনার সত্যতা যাচাই করতে কটালপুর বাজারের অনুশ্রী ডিপার্টমেন্টাল স্টোর থেকে ২ লিটার ওজনের কিছু সোয়াবিন তেলের বোতলসহ দোকানের মালিককে নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের সততা স্টোরে অভিযান চালান অভিযানকারী দল। সে সময় তল্লাশি দিলে সততা স্টোরের গোদাম অংশে পাওয়া যায় টিসিবির ১৭ কার্টুন সয়াবিন তেল। প্রতি কার্টুনে ২ লিটারের ৯ পিস করে ১৬৪ পিস বোতলে ৩ শত ২৮ লিটার তেল উদ্ধার করা হয়।
তেলের বোতলের গায়ের লেভেলে টিসিবি লেখা অংশটুকু কাটা এবং কার্টুনে লেখা টিসিবি লেখা অংশ টুকু পাল্টিয়ে ভিতরে ঘুরে ফেলে কালোবাজারে বিক্রি করা হত। তাৎক্ষনিক উদ্ধার করা তেল জব্দ করে পুলিশে দেয়া হয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সততা স্টোরের সত্বাধিকারী শেখ ফরহাদ হোসেনসহ ৩ জনকে অভিযুক্ত করে ফেঞ্চুগঞ্জ থানায় নিয়মিত মামলার দায়ের প্রক্রিয়াধিন। মামলায় সততা স্টোরের সত্বাধিকারী ফরহাদ হোসেনের পুত্র এবং একজন টিসিবির ডিলারকে অভিযুক্ত করা হয়েছে।