বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশপতিত স্বৈরাচারের অপপ্রয়াস ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো: নজরুল

পতিত স্বৈরাচারের অপপ্রয়াস ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো: নজরুল

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পতিত স্বৈরাচারের দোসরদের যেকোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের অনির্ধারিত এ বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা দেখছি যে পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে-নানাভাবে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে।

বিএনপির এ নেতা বলেন, দীর্ঘদিন লড়াই করে, বহু সঙ্গীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। কেউ যাতে কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তার প্রেস সচিব শফিকুল আলমও।

প্রেস সচিব জানান, বিএনপির সঙ্গে যে বৈঠক হয়েছে এটি চলমান সংলাপের অংশ।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত