ইউক্রেনে যুদ্ধ জোরদার করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দিয়েছেন। পুতিনের সেই ঘোষণার পর থেকেই সেনাবাহিনীতে অন্তর্ভূক্তির ভয়ে রাশিয়া ছেড়ে পালিয়ে যাচ্ছে দেশটির পুরুষরা। পালিয়ে যেতে ইচ্ছুক রুশ নাগরিকদের চাপে জর্জিয়া ও রাশিয়ার সীমান্তে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ লাইন যানজট সৃষ্টি হয়েছে। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে বিবিসির প্রতিনিধি রায়হান ডেমিট্রি জানিয়েছেন, যান চলাচলে খুব ধীর গতি। সীমান্ত পার হওয়ার জন্য অনেকেই ২০ ঘণ্টার বেশি অপেক্ষা করেছেন। ফিনল্যান্ড ও রাশিয়ার মধ্যে সীমান্ত বেড়েছে যানবাহনের চাপ।ম্যাটি পিটকানিটি নামে এক ফিনিশ কর্মকর্তা বলেছেন, গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ সংখ্যক রাশিয়ান সীমান্তে ভিড় জমিয়েছেন।
‘দেশ ছাড়তে মরিয়া রাশিয়ানরা’, সীমান্তে ১০ কিলোমিটার লম্বা লাইন
0
29
Previous article
এইরকম আরও