শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশডেঙ্গু আক্রান্ত আরো ৩৯২ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত আরো ৩৯২ রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।ঢাকায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৫৩ জন ভর্তি হয়েছে;আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১৩৯ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ১ হাজার ১০২ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি ৩৮১ জন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১১ হাজার ৫৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৯ হাজার ৬৮ জন, আর ঢাকার বাইরে ২ হাজার ৫০১ জন। অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪১ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২ হাজার ৯৬ জন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত