সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫০ লক্ষ টাকার ভারতীয় গরু ও চিনিসহ বিভিন্ন চোরাই পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব পশু ও পণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বিওপি টিম সিলেট এবং সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনি, ক্রিম ১ হাজার ৭১ পিস, গরু ৮টি, চা-পাতা ১২০ কেজি, জিরা, মোটরসাইকেল, ডেরোবিন ক্রিম এবং বাংলাদেশি শিং মাছ ৪০৫ কেজি জব্দ করে। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনকারী বারকি নৌকাও আটক করা হয়।
এসবের আনুমানিক মূল্য-৫০ লক্ষ ৯২ হাজার ৪২০ টাকা।
পরে জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেয় বিজিবি।