বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যগ্রীস্মে চুরি বাড়ার আশঙ্কা : সোনা রক্ষায় সতর্ক থাকার আহ্বান

গ্রীস্মে চুরি বাড়ার আশঙ্কা : সোনা রক্ষায় সতর্ক থাকার আহ্বান

লন্ডন : গ্রীস্মকাল আসলেই চুরির হার বাড়ে ব্রিটেনের এশিয়ান কমিউনিটিতে। বিশেষ করে যেসব ঘর থেকে মহিলারা স্বর্ণালঙ্কার পরে বের হন সেই সব ঘর লক্ষ্য করেই অভিযানে নামে চোরের দল। হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, চলতি বছর হ্যাম্পশায়ারের ইস্টলি এলাকায় এরিমধ্যে ১৯টি চুরির ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামার টাইমে এই চুরির হার আরো বেড়ে যায়। গত ১৫ই মার্চ, হ্যাম্পশায়ারের চিলওয়ার্থের প্রীতি নায়ার নামে এক মহিলার ঘর থেকে ২০ হাজার পাউন্ড মূল্যের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
এদিকে ডরসেট পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারী থেকে মার্চের ভেতরে ডরসেট এলাকায় ৮টি ঘটনায় অন্তত ৯০ হাজার পাউন্ডের মূল্যের সোনা চুরি হয়েছে। ২০২৩ সালে ডরসেটে ১৩টি চুরির ঘটনায় ৩ লাখ ৩০ হাজার পাউন্ডের সোনা চুরি হয়েছিল।
সারিতে চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিলের ভেতরে ২৩টি চুরির ঘটনায় ১ লাখ ১০ হাজার পাউন্ডের বেশি অর্থমূল্যের সোনা হাতিয়ে নিয়েছে চোর। গত বছর সারি এলাকায় ৩৬টি চুরির ঘটনায় প্রায় ২৫ হাজার পাউন্ডের সোনা চুরি হয়েছিল।
এই গ্রীস্মে ঘরের স্বর্নালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র সুরক্ষায় সতর্ক হওয়ার পাশাপাশি প্রয়োজনে ঘরবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত