বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeআন্তর্জাতিকগাজায় ২৪ ঘণ্টায় নিহত শতাধিক, মৃতের সংখ্যা ছাড়াল ৩৭ হাজার

গাজায় ২৪ ঘণ্টায় নিহত শতাধিক, মৃতের সংখ্যা ছাড়াল ৩৭ হাজার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত আট মাসে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজার ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আহত হয়েছেন আরও ১৬৯ ফিলিস্তিনি। এতে উপত্যকাটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৫১ জনে। এছাড়া ইসরাইলের নৃশংস হামলায় গত আট মাসে বিপুল পরিমাণ নারী ও শিশু আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, তেল আবিবের হামলায় ৮৫ হাজার ৯১১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী এবং শিশু। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এতে বলা হয়েছে, ইসরাইলের হামলায় যেসকল স্থাপনা ধ্বংস হয়েছে সেগুলোর নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছে। এছাড়া ইসরাইলের অবরোধের ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উদ্ধারকাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা।

এমন অবস্থায় সেখানে জাতিসংঘ জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে তাতে কর্ণপাত করছে না ইসরাইল। তারা ক্রমাগতভাবে গাজায় তাদের নৃশংস তাণ্ডব চালিয়ে যাচ্ছে। হামাস নির্মুলের নামে তারা কয়েক হাজার নারী এবং শিশুকে হত্যা করেছে।
আট মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে পর্যাপ্ত খাদ্যের যোগান নেই। শত শত খাদ্যবাহী ট্রাক সীমান্তে অপেক্ষা রয়েছে তবে ইসরাইলের অবরোধের ফলে সেখানে খাদ্যের যোগান বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া গাজা প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানের হাসপাতালগুলোতে জালানির সংকট থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত