শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeসিলেটকুশিয়ারার ডাইক ভেঙে এবার প্লাবিত বিয়ানীবাজার

কুশিয়ারার ডাইক ভেঙে এবার প্লাবিত বিয়ানীবাজার

উজান থেকে নেমে আসা পানির তোড়ে জকিগঞ্জের পর এবার কুশিয়ারার ডাইক ভেঙে প্লাবিত হয়েছে বিয়ানীবাজার উপজেলা।  

উপজেলার কাকরদিয়া গ্রামে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে গেছে। এতে তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখন পানির নিচে।

এছাড়া সিলেটের সঙ্গে উপজেলার যোগাযোগের প্রধান সড়কটিতেও পানি উঠেছে। এতে যানবাহন চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। উপজেলার দুবাগ, কাকরদিয়া, মুড়িয়া ইউনিয়নের ৫০ থেকে ৬০টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।  

এর আগে জকিগঞ্জ উপজেলার চারটি ডাইক ভেঙে নয়টি ইউনিয়নের ৮৭ গ্রাম প্লাবিত হয়ে লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় অবর্ননীয় দুর্ভোগ পোহাচ্ছেন।

সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, ২৪ ঘণ্টায় আশ্রয়কেন্দ্রে আশ্রিতের সংখ্যা বেড়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন নয় হাজার ৩৬৭ জন। এছাড়া সিলেটের ১৩টি উপজেলার এ পর্যন্ত পানিবন্দি মানুষের সংখ্যা ৬ লাখ ২৬ হাজার ১৩৮ জন এবং ১০১টি ইউনিয়নের ১১৮০টি গ্রাম বন্যাকবলিত দেখানো হয়েছে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত