ওয়েলিংটন আর্চে থেকে উইন্ডসর ক্যাসেলের পথে রৌনা হয়েছে রানির কফিন। এর মাধ্যমেই রানির কফিন নিয়ে তৃতীয় শোকযাত্রা শুরু হয়েছে। উইন্ডসর ক্যাসেলে যাওয়ার পথে দু’পাশে জনসাধারণ দাঁড়ানোর সুযোগ পাবেন। এই দীর্ঘ শোক মিছিলে অংশ নিচ্ছে সশস্ত্র বাহিনীর তিন হাজার সদস্য।এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান দেখতে ভিড় করেছেন বহু মানুষ। ওয়েস্টমিনিস্টার অ্যাবের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। অনেকে মোবাইল ফোনে শেষকৃত্যানুষ্ঠানের লাইভ ভিডিও দেখছেন। ওয়েস্টমিনস্টার অ্যাবির শেষকৃত্যানুষ্ঠানের প্রার্থনা লাউডস্পীকারে শুনছেন অনেকে।এর আগে রানির কফিন নিয়ে আরেকটি শোকমিছিল যাত্রা শুরু করেছে। এটি আগেরটির চেয়ে অনেক বড়, পাড়ি দেবে আরও অনেক দীর্ঘপথ। এই শোকমিছিলে ছিল মোট সাতটি গ্রুপ।
উইন্ডসর ক্যাসেলের পথে রানির কফিন
0
114
Previous article
Next article
এইরকম আরও