শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeআন্তর্জাতিকইরানে ৫ ফরাসি নাগরিক আটক

ইরানে ৫ ফরাসি নাগরিক আটক

ফ্রান্সের ৫ জন নাগরিককে ইরানে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা। মঙ্গলবার ১১ অক্টোবর ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি।এ সময় তিনি বলেন, ‘ইরানে বন্দী আমাদের নাগরিকদের অবিলম্বে মুক্তির জন্য আবারো অনুরোধ করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে চাই আমি।পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা জানান, এ পর্যন্ত ৫ জন ফরাসি নাগরিককে আটক করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ১৫০ জনের বেশি নিহত হয়েছেন।এদিকে এই বিক্ষোভের পেছনে বিদেশি রাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে ইরান। গত মাসে ইরানি কর্তৃপক্ষ এ জন্য ৯ জন ইউরোপীয়কে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।এছাড়া একটি ভিডিও প্রকাশ করেছে ইরান। এতে ফরাসি এক দম্পতিকে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করতে দেখা গেছে। ওই ঘটনার পর ৬ অক্টোবর ইরানের কঠোর সমালোচনা করে ফ্রান্স। দেশটি স্বৈরাচারী আচরণ করছে বলেও অভিযোগ করা হয়।সূত্র: রয়টার্স

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত