লন্ডন : ফ্রান্স সীমান্ত থেকে ডিঙ্গীতে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অনুপ্রবেশের চেস্টার সময় এক মহিলা অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোরে ফ্রান্সের উত্তরাঞ্চলে ক্যালাইস উপকুল এলাকা থেকে অন্তত ৮৬ জন অভিবাসী নিয়ে একটি মাইগ্র্যান্ট বোট/ ছোট ডিঙ্গী নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরুর পরপরই ডুবে যায়। এ সময় অন্তত ৩৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। ডিঙ্গীতে থাকা মৃত মহিলা এবং তার স্বজনসহ বেশিরভাগই সিরিয়ান নাগরিক বলেও উল্লেখ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। এ নিয়ে গত ১২ জুলাই থেকে ১৯ জুলাইয়ের ভেতরে আলাদা তিনটি ঘটনায় ৬ জন অভিবাসীর মৃত্যু হল ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেস্টার সময়। অন্যদিকে শনিবার অন্তত ৫০জন অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ডোভার বন্দরে এসে পৌঁছেছে
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা : ফ্রান্স উপকুলে এক অভিবাসীর মৃত্যু
0
108
Previous article
Next article
এইরকম আরও