দুই সন্তানের বেনিফিট ক্যাপ বাতিলের জন্যে সরকারের বিরুদ্ধে গিয়ে স্কটিশ ন্যাশনাল পার্টির একটি প্রস্তাবে ভোট দেওয়ায় সাত এমপিকে দলের পার্লামেন্টারী হুইপ থেকে ৬ মাসের জন্যে বরখাস্ত করেছে ক্ষমতাসীন লেবারপার্টি।
পার্লামেন্টে স্কটিশ ন্যাশনাল পার্টির সংশোধিত প্রস্তাবটির পক্ষে পড়েছে ১০৩ ভোট। বিপক্ষে পড়েছে ৩৬৩ ভোট। পার্লামেন্টারী হুইপের বিপক্ষে গিয়ে এসএনপির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন লেবার পার্টির ৭ এমপি। দলীয় হুইপের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মঙ্গলবার পার্টির পার্লামেন্টারী হুইপ থেকে ৬ মাসের জন্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এই ৭ এমপি হলেন, সাবেক শেডো চ্যান্সেলার জন ম্যাকডোনাল, ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত পপলার-লাইম হাউসের এমপি আপসানা বেগম, রিচার্ড বোর্গান, ইয়ান বার্ন, ইমরান হোসাইন, রেবেকা লং বেইলি এবং জারা সুলতানা। হুইপ থেকে বরখাস্ত হওয়াদের মধ্যে বেশির ভাগই সাবেক লেবার নেতা জেরেমি করবিন এমপির সমর্থকের সংখ্যা বেশি।
এছাড়া লেবার পার্টির ৪২ জন এমপি ভোট দান থেকে বিরত থাকেন। হুইপ থেকে বরখাস্ত হওয়া এমপিদের ব্যাপারে ৬ মাসের মধ্যে পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবে লেবার পার্টি।
২০১৫ সালে কনজারভেটিভ সরকারের তৎকালিন চ্যান্সেলার জর্জ অসবোর্ন চাইল্ড বেনিফিটের ক্ষেত্রে দু সন্তান নীতি প্রবর্তন করেছিলেন। এ নীতি অনুযায়ী, পরিবারের প্রথম দু সন্তান পরে তৃতীয় সন্তান চাইল্ড বেনিফিট পাবে না।
উল্লেখ্য গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনির গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর স্কটিশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে হাউস অব কমন্সে যুদ্ধবিরতীর প্রস্তাব আনা হয়েছিল। তখন লেবার পার্টির হুইপ ভেঙ্গে দলের অন্তত ৮০ জন এমপি এসএনপির যুদ্ধবিরতীর প্রস্তাবে পক্ষে ভোট দিয়েছিলেন। লেবার পার্টির যেসব এমপি যুদ্ধ বিরতীর প্রস্তাবে ভোট দেননি বা ভোট প্রদান থেকে বিরত থেকেছিলেন নির্বাচনের সময় তাদেরকে বিভিন্নভাবে এর খেসারত দিতে হয়েছে।
আবারো এসএনপির গ্যাড়াকলে লেবার : ৭ এমপি বরখাস্ত
এইরকম আরও