সিলেটে ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী ওভারব্রিজের কাছে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইয়ের শিকার শাহীন আহমেদ গোলাপগঞ্জের বাঘা এলাকার মাসুক মিয়ার ছেলে। তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগগঞ্জ শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত।
শাহীন আহমেদ জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীর পাড় শাখা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে গোলাপগঞ্জ ফিরছিলেন। কদমতলী ওভারব্রিজের কাছে যাওয়ার পর ৩ মোটরসাইকেলে ৬ ছিনতাইকারী এসে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে শিববাড়ির দিকে পালিয়ে যায়। ছিনতাইকারীদের কারো মাথায় হেলমেট ও কারো মাথায় ক্যাপ ছিল।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।