বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeসিলেটঅবরোধের পাশাপাশি সিলেটে চলছে যুবদলের হরতাল

অবরোধের পাশাপাশি সিলেটে চলছে যুবদলের হরতাল

তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ। অবরোধের পাশাপাশি সিলেটে চলছে যুবদলের ডাকা হরতালও। গতকাল সিলেটে পুলিশের ধাওয়ায় এক যুবদল নেতা দুর্ঘটনায় পড়ে নিহত হওয়ার প্রতিবাদে আজ সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদল।মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রতিবাদ সমাবেশ শেষে হরতালের ডাক দেয় সিলেট জেলা যুবদল।হরতালে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। তবে সিএনজিচালিত অটোরিকশা, নিত্যপণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি সকাল থেকে চলতে শুরু করেছে।বাস বন্ধ থাকলেও আজ সকাল ৬টায় শিডিউলমতো কালনি এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।সিলেট রেল স্টেশন মাস্টার মুহাম্মদ নুরুল ইসলাম ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, অবরোধের দ্বিতীয় ও হরতালের দিনে আজ সিলেটে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। টহল দিচ্ছে বিভিন্ন সড়কে। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি।হরতালে সকাল ১০টা পর্যন্ত সিলেটের কোথাও পিকেটিংয়ের খবর মেলেনি।সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে জানান, জনসাধারণের নিরাপত্তায় মাঠে কাজ করছি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত সিলেটে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত