বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeখেলাধূলাপ্যারিস অলিম্পিকে আজ নামছেন সিলেটের ইমরানুর

প্যারিস অলিম্পিকে আজ নামছেন সিলেটের ইমরানুর

এক এক করে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের ৩ ক্রীড়াবিদ-শুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম ও আরচার সাগর ইসলাম। আর এখনো আশা জাগিয়ে আছেন দুই ক্রীড়াবিদ। এর মধ্যে একজন সিলেটের অ্যাথলেট ইমরানুর রহমান ও ঝিনাইদহের নারী সাঁতারু সোনিয়া খাতুন।

ইমরানুর রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সেনগ্রামের সন্তান। পরিবারের সঙ্গে তিনি যুক্তরাজ্যে থাকেন। সেখান থেকে সরাসরি প্যারিসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন ইমরানুর।

বাংলাদেশ সময় বিকেলে ইমরানুর অংশ নেবেন অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে। তবে লাল-সবুজ জার্সিধারী এই ক্রীড়াবিদের জন্যই প্রথম ধাপ টপকানো কঠিন।

১০০ মিটার প্রিলিমিনারি ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এই ৬ নম্বর হিটে তার প্রতিপক্ষ আছেন পানামা, মাল্টা, সিশেলস, গাবন, ফিজি, সুরিনাম ও ব্রুনাই দারুসসালামের অ্যাথলেট। প্রিলিমিনারির ৬টি হিট থেকে ১৬ জন সুযোগ পাবেন মূল হিটে।

বাংলাদেশ থেকে অলিম্পিকে পাঁচ ক্রীড়াবিদ অংশ নিয়েছেন। তারা হলেন- স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটার রবিউল ইসলাম, আর্চার সাগর ইসলাম, সাঁতারু সামিউল ইসরাম রাফি এবং সোনিয়া আক্তার। পাঁচজনের মধ্যে একমাত্র সাগর পেয়েছেন কোটা প্লেস। অর্থাৎ তিনি জায়গা পেয়েছেন সরাসরি। বাকি চারজন পেয়েছেন ওয়াইল্ড কার্ড।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত