শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশবরিশালে ছাত্রীদের পেটাল পুলিশ

বরিশালে ছাত্রীদের পেটাল পুলিশ

বরিশালে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এতে বিপুলসংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। সেখান থেকে অনেককে আটকের অভিযোগ উঠেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোড ও আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী ছাত্রী মৌসুমী বলেন, পূর্ব ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বরিশাল আদালত প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ধাওয়ার মুখে তারা ওই স্থান ত্যাগ করে সদর রোড টাউন হলের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয়।

মৌসুমী আরও বলেন, পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা আবার আদালতের সম্মুখে অবস্থান নেন। পুলিশকে তারা বারবার বোঝানোর চেষ্টা করেন যে, এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কর্মসূচি পালনে বাধা না দিতে অনুরোধ করেন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাদের কোনো ধরনের অনুরোধ না শুনে নারী পুলিশ দিয়ে বেদম লাঠিপেটা করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ সময় অর্ধশত শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়।

আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করা বাসদের জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে বেধড়ক লাঠিচার্জ করায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এমনকি সেখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।’

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক বিপ্লব দাস বলেন, ‘আমাদের সন্তানদের ডাকে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচিতে অংশ নিয়েছি। কিন্তু সেখানেও পুলিশের লাঠিচার্জে বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের কাছ থেকে এ ধরনের আচরণ একদমই কাম্য নয়।’

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এমনকি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। বিশৃঙ্খলা ঠেকাতে মৃদু লাঠিচার্জ করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আটকদের যাদের বয়স ১৮ বছরের নিচে, তাদের পরিচয় জেনে ছেড়ে দেওয়া হবে। সাধারণ মানুষের ভয়ের কিছু নেই। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় নেওয়া হবে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত