মার্কুলী ডেস্ক : ফিলিস্তিনির গাজার কেন্দ্রস্থল এবং দক্ষিনাঞ্চলে শনিবার ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় দু’শ ফিলিস্তিনি। এর মধ্যে একটি স্কুলে এক হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের আল আকসা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় গাজার ডাইর আল বালাহ এলাকার খাদিজা নামের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্কুলটিতে এক হাজারের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। স্কুলের বিভিন্ন ক্লাসরুমে হতাহতরা পড়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গাজার বাইরে, পশ্চিম তীরের নাবলুসে বালাতা রিফিউজি ক্যাম্পেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এখানেও হতাহতের ঘটনা ঘটেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা করে ১২শ মানুষকে হত্যা করে ২৫১ জনকে জিম্মি হিসেবে তুলে নেয় হামাস। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরাইলের একচ্ছত্র হামলার এ পর্যন্ত নারী, শিশুসহ অন্তত ৩৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।
এদিকে, ইসরায়েল দখলকৃত গুলান হাইটসে শনিবার এক রকেট হামলায় অন্তত ১০জন নিহত হয়েছে। লেবাননের হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
১৯৮১ সালে সিরিয়ান ভূমি গুলান হাইটস দখল করে ইসরায়েল। এরপর থেকে গুলানের অধিবাসীদের ইসরাইলের নাগরিকত্ব নেওয়ার আহ্বান জানালেও তারা ইসরাইলের নাগরিকত্ব গ্রহণ করেননি তবে তারা পড়াশোনা জন্য তারা ইসরাইলে যান। কিন্তু ভোটে অংশ নেন না।