শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যদোকানে চুরির ঘটনা বেড়েছে ব্রিটেনে

দোকানে চুরির ঘটনা বেড়েছে ব্রিটেনে

ইংল্যান্ড এবং ওয়েলসে দোকানে চুরির ঘটনা গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঘটছে গত এক বছরে। চলতি বছরের মার্চ থেকে গত এক বছরে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ লাখ, ৪৩ হাজার ৯৯৫টি চুরির ঘটনা রেকর্ড করেছে পুলিশ। যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। আগের ১২ মাসে ৩ লাখ ৪২ হাজার ৪২৮ টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছিল।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, ইংল্যান্ড এবং ওয়েলসে ২০০৩ সাল থেকে দোকানে চুরির ঘটনা বা শপলিফটিং-এর রেকর্ড রাখা শুরু হয়। কিন্তু চলতি বছরের প্রথম দিকে শপলিফটিং-এর যে রেকর্ড হয়েছে তা সব সময়ের চেয়ে অনেক অনেক গুন বেশি। বুধবার, ওএনএস থেকে গত এক বছরের চুরির তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে ক্ষমতাসীন লেবার পার্টি চুরি বা শপলিফটিং-এর সময় দোকানে স্টাফদের লাঞ্ছিত করার ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা দিয়েছে। ব্যবসায়ি এবং ক্যাম্পেইনারদের দাবির প্রেক্ষিতে দোকানে চুরির ঘটনা বা শপলিফটিং কমানোর জন্য এই উদ্যোগ নিয়েছে লেবার। গত সপ্তাহে পার্লামেন্টে রাজার ভাষণে শপলিফটিং-এর মত অপরাধের ঘটনায় পুলিশী তদন্ত সহজ ও সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত