শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যবিবিসিসিআই এর নির্বাচনে রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদি চৌধুরী ডিজি,হেলাল উদ্দিন খান...

বিবিসিসিআই এর নির্বাচনে রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদি চৌধুরী ডিজি,হেলাল উদ্দিন খান ফাইনান্স ডিরেক্টর নির্বাচিত।

যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বানিজ্যিক সুসম্পর্ক আরো গতিশীল ও জোরদার করার দৃঢ় অংগীকার নিয়ে ১৯৯১ সালে গড়ে উঠে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে অফিস কার্যালয়ের হল রোমে বৃটেনের ঐতিহ্যবাহি ব্যবসায়িক সংগঠন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ভোট প্রদান শুরু হয়। মোট ১১ সদস্য কমিটির জন্য নির্বাচন হলেও একাধিক প্রার্থী থাকার সুবাধে কেবল প্রেসিডেন্ট পদে রফিক হায়দার ও মহিব উদ্দিন চৌধুরীর মধ্যে ১জনকে প্রেসিডেন্ট পদে ভোট প্রদানের সুযোগ পান ডাইরেক্টরগণ।

৩৫ জন ডাইরেক্টরের ভোটে রফিক হায়দার ২২ টি ভোট পেয়ে বিবিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর মহিব উদ্দিন চৌধুরী পেয়েছেন ১২ ভোট।
এতে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আবুল হায়াত মোহাম্মদ নুরুজ্জামান ও আতাউর রহমান কুটি,
ডাইরেক্টর জেনারেল দেওয়ান মাহদী চৌধুরী ও ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান,
লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট মনির আহমেদ, ডাইরেক্টর ইন্টারনাশনাল এফেয়ার্স মঈন উদ্দিন, ডাইরেক্টর মেম্বারশিপ মো: আব্দুল মুমিন, ডাইরেক্টর কমিউনিটি এফেয়ার্স আহমেদ হাসান ও ডাইরেক্টর প্রেস পাবলিসিটি মিসবাহ আহমেদ
বিএস চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ বেলায়েত হোসেন ( বৃটিশ জজ) ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নুর ও লডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত