এশিয়া কাপ ক্রিকেটের বহুল আকাঙ্ক্ষিত ও উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে ম্যাচটি।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।বিগত দুই দিন ধরেই বেশ প্রবল বৃষ্টি হচ্ছে পাল্লেকেলেতে। আবহাওয়া বিষয়ক অ্যাপসের ধারণা অনুযায়ী শনিবার (২ সেপ্টেম্বর) নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচের দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমপক্ষে ৯১ শতাংশ। যদি তেমনি ঘটে তাহলে অলৌকিক কিছু ছাড়া সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের কোন সুযোগ থাকবে না।এশিয়া কাপ খেলতে ভারত প্রতিবেশী দেশ পাকিস্তান যেতে রাজি না হওয়ায় শ্রীলঙ্কাকেই কয়েকটি ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও শুরুতে পরিষ্কার আকাশ ও সূর্য দেখে কিছুটা ভরসা পাওয়া গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি সব ভেস্তে দিতে পারে। এমনকি কলম্বোতে যে ম্যাচগুলি রয়েছে, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে এশিয়া কাপের বেশ কিছু ম্যাচ ভেসে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
0
43
Previous article
এইরকম আরও