বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeবিনোদনশাহরুখের জওয়ানে কাঁচি চালালো সেন্সর বোর্ড

শাহরুখের জওয়ানে কাঁচি চালালো সেন্সর বোর্ড

চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে দীর্ঘ ৪ বছর পর বক্স অফিসে রাজত্ব ফিরে পান বলিউড বাদশা শাহরুখ খান। এরপরই তার অভিনীত নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা আসে। মূলত তারপর থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে রয়েছে।এরই মধ্যে সিনেমাটির ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে এসেছে। যা নিয়ে শাহরুখ ভক্তদের আগ্রহে চরমে। তবে কিং খানের সিনেমাতে রীতিমতো কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।ইন্ডিয়া টুডে জানিয়েছে, সাতটি পরিবর্তনের বিনিময়ে সেন্সরের (ইউ/এ) ক্যাটাগরির সার্টিফিকেট পায় ‘জওয়ান’। এর মধ্যে সিনেমাটিতে ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংলাপ ছিল, তাও নাকি বদলাতে হয়েছে।সংবাদমাধ্যমটি সেন্সর বোর্ডের এক সূত্রে জানিয়েছে, সিনেমাটিতে মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। অন্য একটি দৃশ্যে ভারতের রাষ্ট্রপতির বদলে তা প্রদেশের প্রধান করতে বলা হয়েছে।এছাড়া ‘পয়দা হোক’ এর মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। এমনই সাতটি পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ।সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত