পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী ২০ নভেম্বরের পরিবর্তে একদিন আগে ১৯ নভেম্বর গণসমাবেশ করবে সিলেট বিএনপি। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের ওই সমাবেশে চার লাখ লোক সমাগমের লক্ষ্য নিয়ে প্রচারণা চলছে।আজ রোববার দুপুরে নগরীর একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান দলের চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় খন্দকার মুক্তাদির বলেন, ১৯ তারিখের সমাবেশ শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, এটা দেশের মানুষের দাবির সমাবেশ। অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে সিলেটের সমাবেশ সফলে সকলের সহযোগিতা কামনা করে মুক্তাদির বলেন, প্রথমে ২০ নভেম্বর সমাবেশের তারিখ ঘোষণা করা হয়। সম্প্রতি এসএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পাশে মিছিল সমাবেশ নিষিদ্ধের কথা জানায়। যেহেতু আলিয়া মাদ্রাসায় ওইদিন আলিম শ্রেণির পরীক্ষা রয়েছে সেকারণে সমাবেশ একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন বিভাগীয় সমাবেশে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। অনেক পরিবহন সংগঠন অপারগ হয়ে ধর্মঘট ডেকেছে। তারপরও খেটে খাওয়া মানুষ চিড়ামুড়ি সাথে নিয়ে সমাবেশে যোগ দিয়েছে। সিলেটে এসব করা হবে না বলে আমাদের বিশ্বাস।মতবিনিময়কালে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী সদস্য আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরীর আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাছিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজজামান সেলিম, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব ও সালেহ আহমদ খসরু, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।