রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
No menu items!
Call for ad
Homeআন্তর্জাতিকগ্রিসে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ১৫ জনের মৃত্যু

গ্রিসে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ১৫ জনের মৃত্যু

গ্রিসের লেসবস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ডুবে যাওয়া জলযানটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। কোস্টগার্ড জানিয়েছে, সাগর থেকে ১৫টি মৃতদেহ ও ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও ২০ জন নিখোঁজ রয়েছে।

প্রবল বাতাসের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। গ্রিসের কোস্টগার্ডের একটি জাহাজ ও বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তল্লাশি ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ডুবে যাওয়া জলযানটির কোনো কোনো আরোহী সাঁতরে তীরে পৌঁছে থাকতে পারেন এমন সম্ভাবনায় লেসবস দ্বীপের উপকূল ধরেও তল্লাশি চালানো হচ্ছে। দ্বীপের দূরবর্তী একটি এলাকায় আটকা পড়া এমন ৩ জনকে উদ্ধার করা হয়েছে।জলযানটি লেসবসের পূর্ব দিকের সাগরে ডুবেছে। গ্রিসের এ দ্বীপটির অবস্থান তুরস্কের উপকূলের খুব কাছে। এটি বুধবারের পর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দ্বিতীয় জলযানডুবির ঘটনা। এর আগে বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিথিরার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি জলযান প্রবল ঢেউয়ের তোড়ে পাথুরে এলাকায় ধাক্কা খেয়ে ডুবে যায়। গ্রিসের কর্তৃপক্ষ সেখান থেকে ৩০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত