বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন। গত বুধবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন বলে একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে প্রণয় কুমার ভার্মা আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন প্রণয় কুমার ভার্মা। ২০১৯ সালের ২৫শে জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে তি?নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন।
ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায়
0
58
Previous article
এইরকম আরও