শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeআন্তর্জাতিকইংলিশ চ্যানেল থেকে ১৯০ অভিবাসী উদ্ধার

ইংলিশ চ্যানেল থেকে ১৯০ অভিবাসী উদ্ধার

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ফ্রান্স ১৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্স। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং ফ্রান্সের উত্তরাঞ্চলীয় জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি প্রতিবেদনে জানায়, শনিবার (৩ সেপ্টেমর) নৌ টহল বাহিনী ৬০ জনকে এবং পরে আরো ৫০ জনকে উদ্ধার করে। এছাড়া ফ্রান্সের আধাসামরিক বাহিনী প্রথমে ৪৭ জন এবং পরে আরো ২৯ জনকে উদ্ধারে সক্ষম হয়।বিবৃতিতে আরো বলা হয়, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রায় ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, হাতে বানানো নৌকা নিয়ে বিপদজনক চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা দিনদনই বাড়ছে। কর্তৃপক্ষ নিরপত্তা জোরদারে করে তা ঠেকানোরও চেষ্টা করছে।ফান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক হিসেবে বলা হয়েছে, চলতি বছর ১লা জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত ২০ হাজার লোক চ্যানেল পাড়ি দেয়ার উদ্যোগ নেয়। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেশি।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত