বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যবি সি এ ক্যামব্রিজশায়ার এর নব নির্বাচন ২০২৪ এবং নতুন কমিটি গঠন

বি সি এ ক্যামব্রিজশায়ার এর নব নির্বাচন ২০২৪ এবং নতুন কমিটি গঠন

নব নির্বাচনের মাধ্যমে গঠিত হলো বি সি এ ক্যামব্রিজশায়ার এর নতুন কার্যকরি কমিটি।
বুধবার ৯ই অক্টোবর ২০২৪ ক্যামব্রিজ শহরের টামারিন্ড রেস্টুরেন্টে বি সি এ কেন্দ্রিয় নেতৃবৃন্দ , ইংল্যান্ড এর বিভিন্ন শহর হতে আগত বি সি এ নেতৃবৃন্দ এবং ক্যামব্রিজ কমিউনিটির উপস্থিতিতে অনুষ্টিত হলো নির্বাচন, নতুন কার্যকরী কমিটি গঠন ও নৈশান্যভোজ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকির চৌধুরী, ফরহাদ হোসেইন টিপু এবং খালেদ আহমেদ। ক্যামব্রিজ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ শহরের মেয়র বাইজু থাটিলা ,আরো আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশদ্ভুত ক্যামব্রিজ সিটি কাউন্সিলর দেলোয়ার হোসেইন, বি সি এ প্রেসিডেন্ট অলি খান এম বি ই , সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, প্রধান কোষাধ্যক্ষ টিপু রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেইন টিপু , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, বি সি এ প্রাক্তন সভাপতি কামাল ইয়াকুব , প্রেস ও প্রকাশনা সম্পাদক নাজ ইসলাম, বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি শায়েস্তা মিয়া, আবু বকার মসজিদ ক্যামব্রিজ এর সভাপতি শামীম আহমেদ সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর হতে আগত বি সি এ নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশনার এম ডি আব্দুল সুলেমান জে পি এবং সৈয়দ হাসান আহমেদ এর সহযোগিতা ও তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটি সকল অতিথি ও মিডিয়া কর্মীদের সামনে ঘোষিত হয়।

নবনির্বাচিত বি সি এ ক্যামব্রিজশায়ার কমিটি :

সভাপতি : আব্দুল হাই
সহ সভাপতি : খসরু মিয়
সহ সভাপতি : জিয়াউর চৌধুরী
সাধারণ সম্পাদক : খালেদ আহমেদ
কোষাধ্যক্ষ: আমিন সায়ীদ
সহ কোষাধ্যক্ষ : ইফতার হোসেইন
যুগ্ন সম্পাদক : মিফতাউর চৌধুরী
সাংগঠনিক সম্পাদক : আকরাম আলি জানি
প্রেস ও প্রকাশনা সম্পাদক : জাকির চৌধুরী
সদস্যপদ সম্পাদক : আমির চৌধুরী
ক্রীড়া ও প্রগতি সম্পাদক : মুমিতুর রহমান চৌধুরী
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : রুহেল হক

কার্যনির্বাহী সদস্য

জাহিদ হোসেইন
মজনু মিয়া
আবু শহীদ
কবির আহমে
মোমিন চৌধুরী
গোলাম জিলানি মুবিন
গোলাম রহমান চৌধুরী
মামুন বেগ

 আলিনুর মি

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত