বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যবিশেষ ডিভাইসে সেকেন্ডের ভেতরে গাড়ি চোর চক্রের ৫ সদস্যের জেল

বিশেষ ডিভাইসে সেকেন্ডের ভেতরে গাড়ি চোর চক্রের ৫ সদস্যের জেল

চাবি ছাড়া বিশেষ ধরনের একটি ডিভাইস ব্যবহার করে সেকেন্ডের ভেতরে একটি গাড়ি চুরি করত একটি সংঘবদ্ধ চক্র। নিটান্ডোর গেইমবয় ডিজাইনের তৈরি এই ডিভাইস ব্যবহার করে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ডিসেম্বরের ভেতরে প্রায় দুই মিলিয়ন পাউন্ডের গাড়ি চুরি করেছে চক্রটি। গ্রেটার লন্ডনের বার্নেট, এনফিল্ড, হ্যারিঙ্গে, রেডব্রিজ, ওয়ালথাম ফরেস্ট, বার্কিং এন্ড ডেগেনহ্যাম, হেইভারিং এবং নিউহ্যাম থেকে এসব গাড়ি চুরি করা হয়।

২০২১ সালের মে মাসে ওয়ালথাম ফরেস্টের চিংফোর্ডে গাড়ির ভেতরে থাকা তিন বছরের একটি শিশুসহ একটি ভলভো গাড়ি চুরি করে নিয়ে যায় চক্রের দুই সদস্য। এরপর কিছু দূর গিয়ে শিশুসহ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় রেখে যায় তারা। ২০২২ সালের জানুয়ারিতে নর্থ লন্ডনে একটি গাড়ি চুরির ঘটনায় ডিভিএলএ-কে সঙ্গে নিয়ে এই চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে মেট পুলিশ। একে একে সন্দেহভাজনদের সনাক্তের পর ২০২৩ সালে ফেব্রুয়ারীতে এই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। মেট পুলিশ জানিয়েছে, এই চক্রের কেউ কেউ মানি লন্ডারিংয়ের সাথেও জড়িত ছিলেন। তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে গাড়ির নাম্বার প্লেট ক্লোন করতেও পারদর্শী। গত ২৭সে সেপ্টেম্বও স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্টে স্মার্ট এই গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত