হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন দাঙ্গাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।
অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ তিন দাঙ্গাবাজকে আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার পুত্র মো. ইকবাল মিয়া (৩০), বড়আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ারচর গ্রামের আব্দুল সত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)।
জানা গেছে, আটককৃত এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ। তারা এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সবসময় ভীত করে রাখত। এছাড়াও এলাকায় চুরি ডাকাতির সাথেও তারা জড়িত। অভিযানকালে পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে আটককৃত তিন দাঙ্গাবাজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।