গ্রেটার লন্ডনের কেন্ট এলাকায় এক সেনা সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪০ বছর বয়সী ছুরিকাহত সেনা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে।
কেন্ট পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৬টার দিকে কেন্টের গিলিংহ্যাম এলাকার সলি পোর্ট গার্ডেনে নিজ বাড়ির পাশেই সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় তার উপর ছুরি দিয়ে হামলা করা হয়। এ ঘটনার প্রায় ২৫ মিনিট পর ছুরি দিয়ে হত্যা চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যে রাস্তায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে সেটি সেনাঘাঁটি ব্র্যাম্পটনের অতি নিকটে।
এদিকে হোম সেক্রেটারি ইভেন্ট কোপার, এক এক্স বার্তায় এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং আতঙ্কজনক বলে মন্তব্য করেছেন। ছুরিকাহত সেনা সদস্য এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। পুলিশের মাধ্যমে পরিস্থিতির বিষয়ে সর্বদা খবর রাখছেন বলে এক্স বার্তায় জানিয়েছেন হোম সেক্রেটারি ইভেন্ট কোপার। প্রতিরক্ষা সেক্রেটারি জন হিলী, এক এক্স বার্তায় রাষ্ট্রের পক্ষ থেকে ছুরিকাঘাতে আহত সেনা সদস্যের আশু সুস্থতা কামনা করেছেন।