লন্ডন : বর্ণবাদী ইডিএল এবং ইডিএল সমর্থক ইমিগ্র্যান্ট বিরোধী ও ইসলাম বিদ্বেষীদের রূখে দাঁড়াতে লণ্ডনের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইষ্ট লণ্ডনের বাঙালী পাড়ার ৭০ এবং ৮০ দশকের বর্ণবাদ বিরোধী নেতারা।
১১ অগাস্ট, রোববার বিকেল ৫টায়, ইস্ট লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে স্ট্যান্ড আপ টু রেসিজম নামে একটি সংগঠনের উদ্যোগে স্টপ দ্যা ফার রাইপ শিরোমের একটি সমাবেশ থেকে বক্তারা ক্যাবল স্ট্রীট ব্যাটল এবং ৭০ ও ৮০’র দশকে ব্রিকলেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে ফার-রাইট ইডিএল নেতাকে হুঁশিয়ারী দিয়ে বলেন, ইস্ট লন্ডনে কখনো বর্ণবাদকে জায়গা দেওয়া হবে না। এখানে সব সময় সব ধর্ম-বর্ণের মানুষ এক কাতারে, ঐক্যবদ্ধভাবে শান্তি বজায় রেখে চলে।
সমাবেশে বক্তব্য রাখেন লেবার দলীয় এমপি আপসানা বেগম, রাজন উদ্দিন জালাল, রফিক উল্লাহ, দিলওয়ার খানসহ বিভিন্ন কমিউনিটি ও সংগঠনের প্রতিনিধিরা। তবে সমাবেশে ইস্ট লণ্ডনের বাঙালী এবং বাঙালী নতুন প্রজন্মের প্রতিনিধিদের উপস্থিতি ছিল বেশ হতাশাজনক।
সমাবেশ থেকে গাজায় ইসরায়েলী হামলায় হতাহত ফিলিস্তিনিদের কথা স্মরণ করে অবিলম্বে গাজায় ইসরায়েলী হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য লিভারপুলের সাউথপোর্টে গত ২৯শে জুলাই ছুরিকাঘাতে ৩ শিশু নিহতের ঘটনার পর দিন থেকে লিভারপুলসহ উত্তর ইংল্যান্ডে বিভিন্ন শহরে ফার-রাইট ইডিএল সমর্থক বর্ণবাদীদের তান্ডবে রায়ট হয়েছে প্রায় এক সপ্তাহ ব্যাপি। নাচের ক্লাশে ছুরি দিয়ে হামলাকারীর পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে ধুম্রজাল সৃষ্টি করে তাকে ইমিগ্র্যান্ট বিবেচনায় নিয়ে রায়ট শুরু করে ইমিগ্রেন্ট বিরোধী ইসলাম বিদ্বেষীরা। তারা এসাইলাম আবেদনকারীদের হোটেল এবং মসজিদ লক্ষ্য করে বিক্ষোভ সমাবেশ, পুলিশের উপর হামলা, লুট তরাজ শুরু করে।