১৩টি সাজা সহ ৩১টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক সিলেটের ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম এর পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতরা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : নগরীর জিন্দাবাজার এলাকার মৃত ডা. আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) ও রাহিদ নজরুলের স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫)।
জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, পিপিএম এর দিক-নির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানা সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান ও কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই অজয় শংকর চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম এর পাঁচলাইশ থানার অর্নিজম রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতরা করা হয়।
গ্রেফতারকৃত ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ টি মামলায় সাজা ও ৩০টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও অপর আসামী নূরজাহান মুনতাশা (৪৫) এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০১৬ এর গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।