বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeঅন্যান্যহাওর জীবন নিয়ে আফাল

হাওর জীবন নিয়ে আফাল

সুনামগঞ্জের মানুষ হাওরের বোরো ফসলের ওপর নির্ভরশীল। বোরো ধানই তাদের সম্বল। এই বোরো ধান নিয়ে প্রতিবছর তাদের শঙ্কায় থাকতে হয়। অকালবন্যা ও পাহাড়ি ঢলে হাওরের ধান নষ্ট হলে হাওরবাসীর কষ্টের সীমা থাকে না। হাওরবাসীর জীবন, ফসল, ফসল রক্ষা বাঁধ, সেই কাজে নিয়ম-অনিয়ম আর হাওরপাড়ের মানুষের লড়াইয়ের গল্প নিয়ে লেখা নাটক ‘আফাল’।

হাওরের জীবন-জীবিকার গল্প নিয়ে নির্মিত নাটক 'আফাল'র একটি দৃশ্য। রোববার রাতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এটি মঞ্চস্থ হয়

গত রোববার রাতে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই নাটক মঞ্চস্থ হয়। থিয়েটার সুনামগঞ্জ তাদের আট বছর পূর্তি উপলক্ষে নাটকটি মঞ্চস্থ করে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন থিয়েটার সুনামগঞ্জের দলনেতা দেওয়ান গিয়াস চৌধুরী।

নাটক শুরুর আগে সংগঠনের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের আয়োজনের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সংগঠনের একঝাঁক তরুণ নাট্যকর্মী এই নাটকে অভিনয় করেন। হলভর্তি দর্শক তাঁদের অভিনয় দেখে মুগ্ধ হন। নাটকে হাওরের মানুষের দুঃখ, কষ্ট আর সংকটের কথা তুলে ধরেন তাঁরা।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত