বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যস্যান্ডারল্যান্ডে মসজিদের সামনে ইমিগ্র্যান্ট বিরোধী বিক্ষোভ

স্যান্ডারল্যান্ডে মসজিদের সামনে ইমিগ্র্যান্ট বিরোধী বিক্ষোভ

লন্ডন : লিভারপুলের সাউথপোর্টের ছুরিকাঘাতের ঘটনার রেশ ধরে শুক্রবার উত্তর- পূর্ব ইংল্যান্ডের উইয়ার এলাকার স্যান্ডারল্যান্ডের স্যান্ট মার্ক রোডের মসজিদের সামনে বিক্ষোভ করেছে কট্টর ডানপন্থী ইমিগ্র্যান্ট বিরোধীরা। এ সময় তারা ইসলাম বিদ্বেষী এবং ইমিগ্র্যান্ট বিরোধী নানা স্লোগান দেয়। নর্দাম্বরিয়া পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের মুখে মাস্ক পরা ছিল। পুলিশ বাধা দিলে পুলিশের উপর বিয়ারের বোতল ও পাথর নিক্ষেপ করে কট্টর ডানপন্থীরা।

স্যান্ডারল্যান্ড সিটি সেন্টারের সামনে পার্ক করা একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় তারা। জনগণকে সিটা সেন্টার এলাকার দিকে না যেতে পরামর্শ দিয়েছে নর্দাম্বরিয়া পুলিশ। এর আগে বুধবার রাতে হার্টলিপুলেও বিক্ষোভ করেছে কট্টর ডানপন্থী ইংলিশ ডিফেন্স লীগের সমর্থকরা।

এদিকে, লিভারপুলের আব্দুল্লাহ কুইলিয়াম মসজিদের সামনে দুই শতাধিক মানুষের উপস্থিতিতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে শরনার্থীদের স্বাগত জানিয়ে শ্লোগান দেন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত