বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যসেন্ট্রাল লন্ডনের লেস্টার স্কোয়ারে ছুরিকাহত শিশু ও মা অস্ট্রেলিয়ান : হামলাকারী রোমানিয়ান

সেন্ট্রাল লন্ডনের লেস্টার স্কোয়ারে ছুরিকাহত শিশু ও মা অস্ট্রেলিয়ান : হামলাকারী রোমানিয়ান

লন্ডন : সেন্ট্রাল লন্ডনের প্রাণকেন্দ্র এবং পর্যটকদের জনপ্রিয় ও ব্যস্ততম এলাকা লেস্টার স্কোয়ারে ১২ অগাস্ট, সোমবার সকাল সাড়ে ১১টায় ১১ বছর বয়সী শিশু ও তার মাকে ছুরি দিয়ে হামলা করা হয়। হামলাকারী ৩২ বছর বয়সী ইয়ান পিনতারূকে ১৩ অগাস্ট, মঙ্গলবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং ব্যস্ততম জনবহুল এলাকায় ছুরি নিয়ে ঘুরার অভিযোগ আনা হয়েছে। ১০ মিনিটের শুনানিতে তার জন্য দুভাষী ব্যবহার করা হয়েছে।

হামলাকারী রোমানিয়ান নাগরিক

লেস্টার স্কোয়ার সেন্ট্রাল লন্ডনের অন্যতম পর্যটন কেন্দ্র। অন্তত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে। সামারে কিছু দিন পরপর এখানে হলিউড তারকাদের উপস্থিতিতে প্রিমিয়ার শো হয়। এখানে হোমলেসদের আনাগোনাও বেশি। সকাল সাড়ে ১১টায় হামলাকারীর ধারালো ছুরি থেকে ১১ বছরের শিশুর জীবন রক্ষা করেছেন একজন সিকিউরিটি গার্ড। তার আব্দুল্লাহ। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে শিশুটিকে রক্ষা করেছে।

আদালতের শুনানিতে লন্ডনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের একজন প্রতিনিধি গনমাধ্যমকে জানিয়েছেন, ছুরিকাহত মা ও মেয়ে লন্ডনে ছুটি কাটাতে এসেছিলেন। ১১ বছর বয়সী শিশুর শরীরে ৮টি ছুরিকাঘাত করেছে হামলাকারী। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাও হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির মুখ, ঘাড়, কাঁধ, কব্জিতে প্লাস্টিক সার্জারি করতে হবে বলে শুনানিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী হামলাকারী রোমানিয়ান নাগরিক। ইংল্যান্ডে তার কোন স্থায়ী ঠিকানা নেই। আগামী ১০ সেপ্টেম্বর তাকে ওল্ড বেইলি আদালতে হাজির করা হবে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত