সিলেটে ভারতীয় ৩৩৪ বস্তা চোরাই চিনিসহ সাহেল মোল্লা (৪৫) নামে ১জনকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ। এসময় ১টি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (৮জুলাই) সকাল ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা চোরাই চিনি চালান জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (৯জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত সাহেল মোল্লা (৪৫) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার(৮জুলাই) ভোর ৫টার দিকে মোগলাবাজার থানার দক্ষিণ নৈকাই এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাক থেকে ৩৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক চোরাকারবারীর বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।