বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeসাহিত্যসমাজ বদলে কবি-সাহিত্যিকদের অবদান রয়েছে

সমাজ বদলে কবি-সাহিত্যিকদের অবদান রয়েছে

ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল বলেছেন, কবি-সাহিত্যিকবৃন্দ সমাজের জ্ঞানী ও দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি। তাদের কাছে যে বিষয়গুলো দৃষ্টিগোচর হয় তা সমাজের অন্যদের চোখে সহজে ধরা পড়ে না। যুগে যুগে সাহিত্য চর্চার মাধ্যমে লেখকগণ দেশ ও জাতিকে আলোকিত করেছেন। সমাজ বদলে কবি-সাহিত্যিকদের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সাহিত্য সংসদের ১২০২তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন কবি বাছিত ইবনে হাবীব, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস ও কবি সরওয়ার ফারুকী।

কবি মাজহারুল ইসলাম মেননের সঞ্চালনায় আসরে লেখা পাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিরাজুল হক, নজমুল হক চৌধুরী, কানিজ আমেনা কুদ্দুস, লিপি খান, আলিম উদ্দিন আলম, তাসলিমা খানম বীথি, মাহফুজ জোহা, কবির আশরাফ, মুয়াজ বিন এনাম, ইফতেখার শামীম, সোলেমান রাসেল, সুফি আকবর, ওমর ফারুক, নাঈমুল ইসলাম গুলজার, আফতাব আহমদ সুইট, সৈয়দ আমীর হোসাইন, নূর মোহাম্মদ চৌধুরী, কুবাদ বখত চৌধুরী রুবেল, জুবের আহমদ সার্জন, বিমান বিহারী বিশ^াস, পারভেজ হুসেন তালুকদার, মো. আশরাফুল আলম, রাকিব আলী, জুনায়েদ, ফজর মাহদী, মো. বাহাউদ্দীন বাহার, শুয়াইবুল ইসলাম, মো. সুলাইমান আহমদ, ইসমাইল আশরাফ, ও লিলু মিয়া প্রমুখ। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনামুল হক।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত