মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যলেবার পার্টি থেকে এক এমপির পদত্যাগ : কট্টর সমালোচনা প্রধানমন্ত্রীর

লেবার পার্টি থেকে এক এমপির পদত্যাগ : কট্টর সমালোচনা প্রধানমন্ত্রীর

লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের কেন্টের ক্যান্টারবারী আসনের এমপি রোজি ড্যাউফিল্ড। এমপি রোজি ২০১৭ সাল থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এখন স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে এলাকার প্রতিধিত্ব করবেন। তাকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে স্বতন্ত্র এমপির সংখ্যা এখন ১৪ জন। এর আগে টু চাইল্ড বেনিফিট পরিবর্তনের পক্ষে সমর্থন দিয়ে এমপি আপসানা বেগম, রিচার্ড বার্গোন, ইয়ান বায়র্ন, ইমরান হোসাইন, রেবেকা লং রেইলি, জন ম্যাকডোনাল এবং জারাহ সুলাতানা পার্লামেন্টে ৬ মাসের জন্যে দলীয় হুইপ থেকে বরখাস্ত করা হয়েছেন। ২০১৪ সালে সাবেক চ্যান্সেলার জজ অসবোর্ন টু চাইল্ড বেনিফিট ক্যাপ প্রবর্তন করেছিলেন। আর এটি বাতিলের জন্যে পার্লামেন্টে সংশোধনী প্রস্তাব এনেছিল স্কটিশ ন্যাশনাল পার্টি। তাতে লেবারের সাবেক ওই এমপিরা সমর্থন দেন। যদিও সেই সময় দলীয় হুইপের বিরুদ্ধে অবস্থান না নিতে দলের এমপিদের কড়া সতর্কবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।

এমপি রোজি পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কট্টর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, চাপ দিয়ে কট্টর এবং অপ্রয়োজনীয় নীতিগুলোর পক্ষে দলীয় এমপিদের সমর্থন আদায় করেন প্রধানমন্ত্রী। তিনি দাবী করেন, ধনী পেনশনারদের জন্যে উইন্টার ফিউয়েল পেমেন্টও বাতিল করেছেন এমপিদের চাপের মধ্যে রেখে। উইন্টার ফিউয়েল পেমেন্ট এখন শুধু নিম্ন আয়ের বয়স্কদের জন্যে রাখা হয়েছে। এটিও ছিল সাবেক কনজারভেটিভ সরকারের আরেক উদ্যোগ। এখানে বেশি এবং কম আয়ের পেনসনারদের জন্যে সমান সুযোগ রেখে গিয়েছিল সাবেক টোরি সরকার। কম আয়ের বয়স্কদের উইন্টার ফিউয়েল বিল বিশেষ প্রয়োজনীয় হলেও বেশি আয়ের ধনী বয়স্করা উইন্টার ফিউয়েল পেমেন্ট নিয়ে হলিডে কাটান এমন প্রমাণও এসেছে সংবাদ মাধ্যমে।
পদত্যাগপত্রে ধনী লর্ড সদস্যের কাছ থেকে স্যার কেয়ার স্টারমারের উপহার সামগ্রী গ্রহণেরও সমালোচনা করেন এমপি রোজি। লর্ড আলীর কাছ থেকে দামী কাপড় এবং গ্লাস গ্রহণের পাশাপাশি নির্বাচনী ক্যাম্পেইনের সময় ছেলের জিসিএসই পরীক্ষার সুবিধার জন্যে প্রায় ২০ হাজার পাউন্ডের আবাসিক সুবিধাও নিয়েছেন স্যার কিয়ার স্টারমার। ধনীদের জন্যে উইন্টার ফিউয়েল পেমেন্টের বিপক্ষে অবস্থান নিলেও ধনী লর্ড সদস্যের কাছ থেকে দামী উপহার ও আর্থিক সুবিধা গ্রহণের তীব্র সমালোচনা করে পদত্যাগপত্রে এমপি রোজি বলেছেন, স্লিজ, নেপোটিজম এবং গ্রিড নীতির উপর চলছে লেবার পার্টি। তিনি বলেন, একদিকে চাপ দিয়ে এমপিদের উইন্টার ফিউয়েল পেমেন্ট কাটের পক্ষে ভোট দিয়ে পেনশনারদের কষ্টের মধ্যে ফেলেছেন। অন্যদিকে ধনী লর্ড সদস্যের কাছ থেকে দামি দামি গিফট নিচ্ছেন প্রধানমন্ত্রী। একে এক ধরনের ভন্ডামী বলেও মন্তব্য করেন পদত্যাগি এমপি। যা একজন এমপি হিসেবে নিজের জন্যে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন এমপি রোজি ড্যউফিল্ড। এখানে উল্লেখ্য যে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্যে এরিমধ্যে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, তিনি অপ্রিয় কিছু নীতি গ্রহণ করবেন। মূলত উইন্টার ফিউয়েল পেমেন্টর ক্ষেত্রে সেটাই তিনি করেছেন।
তবে এমপি রোজি টেলিগ্রাফে লেখা চিঠিতে যেভাবে স্যার কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন তা সহজভাবে নেননি দলের অন্যান্য এমপিরা। কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়ে এই এমপিকে আগেই দল থেকে বরখাস্ত করা উচিত ছিল বলেও সমালোচনা করেছেন। আর গিফট নেওয়ার রেওয়াজ ব্রিটিশ রাজনীতিতে আগেও আছে। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনও দলের ডোনার বা দাতার কাছ থেকে গিফট নিয়েছেন।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত