বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যলন্ডনে দুর্নীতিবাজ ল্যান্ডলর্ডের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ

লন্ডনে দুর্নীতিবাজ ল্যান্ডলর্ডের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ

গ্রেটার লন্ডনের ব্রেন্ট কাউন্সিলের ওয়েম্বলি এলাকার নেপিয়ার রোডে চার বেডরুমের সেমি ডিটাচ একটি ঘরে ৪০ জনকে ভাড়া দিয়ে অন্তত ৩ লাখ ৬০ হাজার পাউন্ড পকেটে পুরেছেন দুর্নীতিবাজ ল্যান্ডলর্ড জয়দীপ রামেশচন্দ্র ভালান্দ।

৪৮ বছর বয়সী জয়দীপ ওয়েম্বলি এলাকার সুইন্ডারবে রোডের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতে বাড়ি ভাড়া সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ প্রমাণ হাজির করে কাউন্সিল। বারার দুর্নীতিবাজ ল্যান্ডলর্ডদের শায়েস্তা করার জন্য ২০১৮ সালের এপ্রিলে বিশেষ ক্ষমতা পায় কাউন্সিল। এরপর জয়দীপসহ চার জন দুর্নীতিবাজ ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের শরণাপন্ন হয় কাউন্সিল।

ল্যান্ডলর্ড জয়দীপ বারার নেপিয়ার রোডে প্যালটের উপর তিরপাল টানিয়ে লাইট এবং হিটিং ছাড়াই ভাড়া দিয়েছেন বলে প্রমান পেয়েছে কাউন্সিল। এ ছাড়া ওয়েম্বলি হিল রোডেও লাইসেন্সের নীতিমালা লঙ্ঘন করে বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগের প্রমাণ পায় কাউন্সিল।

এসব অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে উইলেসডেন ম্যাজিস্ট্রেইট কোর্টে দোষী সাব্যস্ত হন তিনি। কোর্ট তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা আরোপের পাশাপাশি ৩ হাজার ৩শ ৪৭ পাউন্ড ব্যয় পরিশোধের রায় দেন।

আদালতে বলা হয়েছে, টেনেন্সি এগ্রিমেন্ট ছাড়াই অনিরাপদ একটি ঘর ভাড়া দিয়ে এক অসহায় ভাড়াটের কাছ থেকে মাসে ১ হাজার ৪শ পাউন্ড হাতিয়ে নিয়েছে জয়দীপ রামেশচন্দ্র ভালান্দের ম্যানেজমেন্ট কোম্পানি। যদিও তিনি কাউন্সিলেকে বলেছিলেন, ইউকেতে তার কোনো ব্যবসা নেই। এ মিথ্যাচারের দায়ে আরো ৬ হাজার ১শ ৯০ পাউন্ড জরিমানা আরোপ করা হয়। আদালত ৫ বছরের ভেতরে ইংল্যান্ডে বাড়ি ভাড়া ব্যবসা না করতেও জয়দীপ রামেশচন্দ্র ভালান্দের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করলে জেল খাটতে হতে পারে জয়দীপ রামেশচন্দ্র ভালান্দকে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত