শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশলক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিক্সসহ হবিগঞ্জে আটক ৭

লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিক্সসহ হবিগঞ্জে আটক ৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচারের সময় প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিক্স ও ভারতীয় রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ অক্টোবর) মধ্যেরাতে বিজিবি’র হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের মনতলা বিওপি ক্যাম্পের একটি টহল দল মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আখড়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক্স ও ২৬০০ ভারতীয় রুপি জব্দ করে। এ সময় ৭ চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মোঃআয়নাল উদ্দিন (৩৫) এবং একই গ্রামে আশিকুল ইসলাম (২৬), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামের মৃত আব্দুল বাছিরের ছেলে মোঃ হাবিবুল্লাহ (২৭), একই জেলার জাহানাবাদ গ্রামের মোঃ মাসুম মিয়া (২৮), সুলতানগঞ্জ গ্রামের মোঃ মেহেদী হাসান (১৮),পরেপুর গ্রামের মোঃ শাকিল খান (১৯) ও নরসিংদী এলাকার তন্ময় (২৪)।বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এসব কসমেটিক্স মাধবপুর সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা হয়েছিল। সীমান্ত থেকে অটোরিক্সা করে নিয়ে যাওয়ার পথে বিজিবি’র অভিযানে আটক হলে এগুলো জব্দ করা হয়। জব্দ করা হয়েছে অটোরিক্সাটিও। তিনি আরো জানান, আটক ৭ পাচারকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত