বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeযুক্তরাজ্যরোববার লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো

রোববার লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো

লন্ডন : স্থানীয় ব্যবসায়ীদের অংশ গ্রহণে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে ২৯ শে সেপ্টেম্বর রোববার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো। বৃহৎ আকারের এই এক্সপোকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সারা পড়েছে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন, এই মেলায় অংশগ্রহণকারীদের নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক সুযোগ তৈরি করতে সাহায্য করবে। ইউবিএম বিজনেস এক্সপোতে বিভিন্ন ব্যবসায়িক স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবাগুলোপ্রদর্শন করতে পারবেন। মেলায় অংশগ্রহণকারীরা নতুন পণ্য বা সেবা লঞ্চ করতে পারবেন। ব্যবসা শুরু এবং উন্নত মার্কেটিং স্ট্রাটেজি নিয়ে পরামর্শ দেওয়া হবে। অনলাইন মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়াব্যবহারের কৌশল নিয়ে সেমিনার হবে এবং বিশেষজ্ঞদের মাধ্যমে তাৎক্ষনিকভাবে শিক্ষনীয় ট্রিপ দেওয়া হবে।

লন্ডন বাংলা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে কথা বলছেন।

এক্সপোতে প্যানেল ডিসকাশনের মাধ্যমে সফল এবং প্রতিষ্ঠিত উদ্যোক্তারা সফলতার গল্প ও পরামর্শ শেয়ার করবেন। ব্যবসা ও কাস্টমার সম্পর্কিত আলোচনা করা হবে। উদ্যোক্তারা তাদের সেরা পণ্য বা সেবার প্রেজেন্টেশন দিতে পারবেন এক্সপোতে। উদ্যোক্তারা কিভাবে বিনিয়োগ পাবেনএবং ফান্ড সংগ্রহ করবেন সে বিষয়ে আলোচনা করা হবে। দেওয়া হবে আইন এবং আর্থিক পরামর্শ। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অতুলনীয় ব্যবসাগুলিকে স্বীকৃতি প্রদান করা হবে। দেওয়া হবে সেরা স্টার্টআপ অ্যাওয়ার্ড, ইনোভেশন অ্যাওয়ার্ড, সফল ব্যবসা অব দা ইয়ার, এন্ট্রাপ্রেনার অব দা ইয়ার, সেরা কুলিনারি এক্সপেরিয়েন্স, কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড, সোশ্যাল বিজনেস অব দা ইয়ার।

আয়োজনকরা জানিয়েছেন, এই পুরস্কারগুলো বিজনেস এক্সপোকে একটি বিশেষ অর্থপূর্ণ ইভেন্টহিসেবে গড়ে তুলবে। ঈভেন্টের দিন ভেন্ডর বা বিক্রেতারা ব্যবসার লোগো প্রদর্শন করতে পারবেন। ব্যবসার একটি প্রোমোশনাল ভিডিও ইভেন্টের পূর্বে চালানো হবে যা ব্যবসায় বা পণ্যের প্রমোশনে কাজে লাগবে। চাহিদা অনুযায়ী মূল মঞ্চে আপনার ব্যবসা উপস্থাপনের সুযোগ, যা বৃহত্তর দর্শকদের কাছে প্রদর্শনকরার সুযোগ প্রদান করবে।এই আয়োজনগুলো ইউবিএম বিজনেস এক্সপোকে একটি পূর্ণাঙ্গ ইভেন্টহিসেবে গড়ে তুলবে এবং অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষঅভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত