বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
No menu items!
Call for ad
Homeবাংলাদেশরাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাব দিল জামায়াত

রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাব দিল জামায়াত

 নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, শিক্ষা এবং বিনোদনসহ দেশের সমগ্র বিষয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে ১২টায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ উপস্থাপন করেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন সেক্টরের অনেক সংস্কার প্রয়োজন। পাশাপাশি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। প্রয়োজনে আইনের সংশোধন করতে হবে। একইসঙ্গে সংসদে বিরোধী দলের ডেপুটি স্পিকার নিয়োগ দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। আইনশৃঙ্খলা সংস্কারের মধ্যে পুলিশের ব্রিটিশ আইন বাতিল করতে হবে। পুলিশের নিয়োগে দলীয় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশ ট্রেনিংয়ে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। পুলিশের কাছে মারণাস্ত্র দেওয়া যাবে না। পাশাপাশি র‍্যাবে যারা গত ১৫ বছর কাজ করেছেন তাদের ফিরিয়ে আনা যাবে না এবং র‍্যাবের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার করতে হবে।  

তিনি আরও বলেন, সরকারি চাকরির আবেদনে কোনো ফি রাখা যাবে না। চাকরির ক্ষেত্রে প্রথমে ৩৫ বছর, পরবর্তীতে ৩৩ বছর আর অবসরের বয়স ৬২ বছর রাখতে হবে। যারা বিগত সরকারের কথায় নিয়োগ পেয়েছে তাদের বাতিল করতে হবে।  

জামায়াতের এই নেতা বলেন, মন্ত্রণালয়ভিত্তিক দুর্নীতি দমন কমিশন থাকতে হবে।  

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে একই ব্যক্তি পর পর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না।  

শিক্ষার সংস্কারের বিষয়ে তিনি বলেন, প্রতি শ্রেণীতে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) –  এর পাঠ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাকে মূলধারায় আনার ব্যবস্থা করতে হবে।  

বিনোদন জগতের সংস্কারের বিষয়ে তিনি বলেন, নাটক সিনেমায় অশ্লীলতা বাদ দিতে হবে এবং কোনো ধর্মীয় বিষয়ে আঘাত আনে এমন কিছু করা যাবে না।  

পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে পানিবণ্টনের বিষয়ে তিনি বলেন, জাতিসংঘের সহায়তায় ভারত, চীন, নেপাল ও মিয়ানমারের মধ্যে পানিবণ্টন সমঝোতা চুক্তি করতে হবে।

এইরকম আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপণ -
advertise

সর্বাধিক পঠিত